রায়গঞ্জ ২ নভেম্বরঃ গাড়ির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। শুক্রবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার ভুপালপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয় বর্মন ও বিকাশ দাস এদিন সাইকেলে করে ভুপালপুর এলাকায় ওষুধের দোকানে যাচ্ছিল। দু’জনে বাড়ি ফেরার পথে ভুপালপুর এলাকায় ব্রিজ পার হতেই পেছন দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেলের পেছনে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা ওই দুই কিশোরকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করলে কিছুক্ষণ পর মৃত্যু হয় বিজয় বর্মনের। বিকাশ দাসের অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। বিজয় বর্মনের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। ঘাতক গাড়িচালক ও গাড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SFm4jV
November 02, 2018 at 05:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন