মুম্বই, ১৫ নভেম্বরঃ ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে চিরস্মরণীয় আজকের দিনটি। কারণ আজকের দিনেই দেশের জার্সিতে ২২ গজে পা রেখেছিলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। আবার আজকের দিনেই জীবনের শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ১৫ নভেম্বর তাই ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে বিশেষ।
১৯৮৯-এর ১৫ নভেম্বরে মাত্র ১৬ বছর বয়সে শুরু হয়েছিল কেরিয়ার। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ২৪ বলে মাত্র ১৫ রান করেছিলেন।
২৪ বছর পর ২০১৩ সালের ১৫ নভেম্বর তাঁর জীবনের শেষ টেস্টটি খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেদিন মুম্বইয়ের ওয়াংখেড়েতে হাজার হাজার দর্শকের চোখে সেদিন চোখে জল ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের ২০০ তম টেস্ট সিরিজে ৭৫ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন সচিন। তবে সেঞ্চুরি করতে পারেননি। সেদিন খুব ধীরগতিতে প্যাভিলিয়নের দিকে হেঁটে যান কিংবদন্তী ক্রিকেটার। হাততালিতে গর্জনে সচিনকে সম্মান জানিয়েছিল ওয়াংখেড়ে।
বৃহস্পতিবার, সেই ১৫ নভেম্বরের স্মৃতিচারণ করেন সচিন। এদিন দুই বিশেষ মুহূর্তের প্রসঙ্গ তুলে টুইটারে ছবি শেয়ার করেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
This day, every year, brings back so many memories of the day I 1st represented India. It was an honour to play for the country and be able to represent India for 24 years. #TBT #ThrowbackThursday pic.twitter.com/k6cT1aT5XE
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DGh5v4
November 15, 2018 at 07:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন