মুম্বাই, ০৪ নভেম্বর- ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে, নিউ ইয়র্কে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসার জন্য কেমোথেরাপি নিতে হচ্ছে অভিনেত্রীকে। ক্যান্সারে আক্রান্ত হলেও জীবন যুদ্ধ জয় করতে লড়াই ছাড়েননি সোনালি। প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর জীবনের নানান মুহূর্ত শেয়ার করছেন অভিনেত্রী। ক্যান্সারে আক্রান্ত সোনালির বেশিরভাগ সময় কাটছে বই পড়ে। আপাতত A Little Life নামে একটি বই পড়া শুরু করতে চলেছেন সোনালি। তিনি জানিয়েছেন, তাঁর দৃষ্টি শক্তি কেমোথেরাপির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আগের বইটি শেষ করতে তাঁর বেশ কিছুটা সময় লেগে গেছে। কারণ, একটানা তিনি পড়ে উঠতে পারছিলেন না। তবে আপাতত তাঁর দৃষ্টি অনেকটাই ঠিক আছে বলেও জানিয়েছেন সোনালি। কিছুদিন আগেই সোনালি জানিয়েছিলেন তাঁর কষ্ট হচ্ছে। তবে শরীর কষ্টে ভেঙে পড়লেও মন ভাঙতে রাজি নন তিনি। লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে কেমোথেরাপির কারণে তাঁর শারীরিক কষ্টটা অস্বাভাবিক বেড়ে বলেও বর্ণনা করেছিলেন অভিনেত্রী। কষ্ট এতটাই বেড়েছে যে আঙুল নাড়াতেও পারছিলেন না বলে জানিয়েছিলেন অভিনেত্রী। আরএস/ ০৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qtvRN2
November 05, 2018 at 12:39AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন