দুবাই, ২২ নভেম্বরঃ মাত্র দু’বছর হল টি১০ লিগ। আর সেখানেই ইতিহাস গড়লেন আফগানিস্তানের মহম্মদ শাহজাদ। সংযুক্ত আরব আমিরশাহীতে বুধবার শুরুতেই জমে গিয়েছে লিগ। টি১০ ক্রিকেটের ইতিহাসে ধ্বংসাত্মক ইনিংস খেললেন শাহজাদ। ১৬ বলে করেন ৭৪ রান। আটটি ওভার বাউন্ডারি ও ছ’টি বাউন্ডারি হাঁকালেন। টি১০ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও করলেন। আর তার রানেই শারজায় সিন্ধের বিরুদ্ধে ছয় ওভার বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে নিল রাজপুতরা।
৯৫ রানের লক্ষ্যে ওপেন করতে নেমেছিলেন আফগানিস্তানের উইকেট-কিপার ব্যাটসম্যান। উলটোদিকে ছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। কিন্তু তাঁকে তেমন কিছুই করতে হয়নি। একা হাতেই ম্যাচ জিতিয়ে বেরিয়ে যান শাহজাদ।
প্রথমে ব্যাট করে শেন ওয়াটসনের সিন্ধরা ১০ ওভারে করে ৯৪/৬। ২০১৭-র আইপিএল-এর পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে না খেলা মুনাফ প্যাটেল রাজপুতদের হয়ে সেরা ২০/৩ বোলিং করেন(দুই ওভারে)।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OWOCSY
November 22, 2018 at 06:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন