তৃণমূলের গোষ্ঠীকোন্দলে পাণ্ডবেশ্বরে জখম চার

পাণ্ডবেশ্বর, ২০ নভেম্বর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পাণ্ডবেশ্বরে। দু’পক্ষের সংঘর্ষে জখম চার। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

কিছুদিন আগে স্থানীয় তৃণমূল নেতা ফলাই শেখের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। ফলাই শেখের মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ফলাই শেখ বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জীতেন্দ্র তিওয়ারির অনুগামী বলে পরিচিত। ফলাই শেখ স্থানীয় বিধায়কের অনুগামী বলে পরিচিত। অভিযোগ তুলে নেওয়ার জন্য ফলাই শেখকে চাপ দিচ্ছিল জীতেন্দ্র তিওয়ারি গোষ্ঠীর মহরম শেখ।

অভিযোগ, আজ বাড়ি ফেরার সময় ফলাই শেখ ও তার লোকজন মহরম শেখের ওপর হামলা চালায়। আঘাত করা হয় মাথায়। মহরমকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ছেলে মরতাজ। এরপর শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। জখম হন চারজন। এই ঘটনায় মুরতাজ ও ফলাই একে অপররের উপর দায় চাপিয়েছে।
পাণ্ডবেশ্বরের বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি অবশ্য বলেন, ‘এটা কোনও রাজনৈতিক লড়াই নয়। পারিবারিক বিবাদ।’ প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন চক্রবর্তীর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TrUCGQ

November 20, 2018 at 09:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top