কাজের লোভ দেখিয়ে অপহরণ, পুলিশি তৎপরতায় উদ্ধার দুই কিশোরী

মালদা, ১৫ নভেম্বরঃ পুলিশি তৎপরতায় পাচার হওয়ার হাত থেকে রক্ষা পেল দুই কিশোরী। দুজনেরই বাড়ি পুরাতন মালদার সাহাপুরের সাকর্মায়। বৈষ্ণবনগর থানা এলাকা থেকে বুধবার ওই দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের মালদা থানার হাতে তুলে দেওয়া হয়। ওই দুই কিশোরীর পরিবারের অভিযোগ, গত ১১ নভেম্বর রাত ন’টা নাগাদ ওই দুই কিশোরী রায়পুরে এক জলসায় গান শুনতে যায়। নাসেমা বিবি নামে এক মহিলা তাদের প্রলোভন দেখিয়ে বৈষ্ণবনগরে পালিয়ে যান। জানা গিয়েছে, ওই মহিলা নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত। মালদা থানায় দুই পরিবারের পক্ষ থেকেই অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। জানা যায়, বৈষ্ণবনগরের সাহাবাজপুর এলাকায় দুই কিশোরীকে উদ্দেশ্যেহীন ভাবে ঘুরতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। বৈষ্ণবনগর থানার পুলিশ গিয়ে ওই দুই কিশোরীকে উদ্ধার করে মালদা থানার পুলিশের হাতে তুলে দেয়। ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত নাসেমা বিবি ভালো কাজ ও টাকার প্রলোভন দেখিয়ে তাদের বৈষ্ণবনগরে নিয়ে যায়। এরপর কয়েকজন অপরিচিত ছেলের সঙ্গে তাদের বাইরে কোথাও পাঠানোর চেষ্টা করে সে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মহিলা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K54KRL

November 15, 2018 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top