শান্তিপুর, ২৮ নভেম্বরঃ নদিয়ার শান্তিপুরে বিষমদ খেয়ে প্রাণ গেল ৫ জনের। অসুস্থ প্রায় ৩০ জন। তদন্তে নেমেছে পুলিশ।
মদ খাওয়ার পর মঙ্গলবার থেকেই অসুস্থ হতে শুরু করেন শান্তিপুরের নৃসিংহপুর এলাকার পুরুষরা। ওই দিন রাতেই মারা যান এক জন। বেশ কয়েকজনকে ভরতি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। বুধবার সকালে মৃত্যু হয় আরও দু’জনের।
৩ জনের মৃত্যু হয় কালনা হাসপাতালে। বাকি দু’জনের দেহ রয়েছে শান্তিপুরে। পুলিশের প্রাথমিক অনুমান, বর্ধমান থেকে নদী পেরিয়ে ওই এলাকায় চোলাই পাচার করা হত। মদ বিক্রেতা পলাতক।
স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনকে পদক্ষেপের জন্য বলা হলেও কাজের কাজ হয়নি। তার জেরেই এদিনের চরম পরিণতি বলে দাবি এলাকাবাসীর।
২০১১ সালে উস্তি, মগরাহাট-সহ ডায়মন্ডহারবারের বিস্তীর্ণ এলাকায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছিল ১৭৩ জনের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RlLodO
November 28, 2018 at 01:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন