সিমলা, ১৫ নভেম্বরঃ ভারী তুষারপাত নিয়ে সতর্কতা জারি করা হল হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও উত্তরাখণ্ডে। রাষ্ট্র মন্ত্রকের স্নো অ্যান্ড অ্যাভেলাঞ্জ স্টাডি এস্টাব্লিশমেন্ট-এর তরফে বুধবার এই সতর্কতা জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তাই আগে থেকেই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে তিন রাজ্যের প্রশাসনকে আবহাওয়ার ওপর সতর্ক নজর রাখতে বলা হয়েছে। তিন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদেরও পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। বহস্পতিবারও তুষারপাত হয়েছে কাশ্মীর ও হিমাচল প্রদেশে। হিমাচলের সোলাং উপত্যকা, লাহুল ও স্পিতি উপত্যকা, কল্পা ও সাংলা উপত্যকা ঢেকে গিয়েছে বরফে। গত সপ্তাহের গোড়ার দিকে কাশ্মীরে ভারী তুষারপাত শুরু হয়েছিল। তুষারপাতের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজ্যে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে ব্যাহত হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বন্ধ ছিল জম্মু-শ্রীনগর হাইওয়ে ও বিমানবন্দর। বিদ্যুৎ সংযোগ না থাকায় সমস্যায় পড়ে চিকিৎসা ব্যবস্থাও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zcfcmh
November 15, 2018 at 01:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন