ঢাকা, ১৭ নভেম্বর- পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এক মাসের বাংলাদেশ সফরে উইন্ডিজ খেলবে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌছার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সেখানে আগামী ১৮ই নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২২ নভেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং উইন্ডিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম টেস্টে শেষে ফিরে আসবে ঢাকায়। ৩০ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে শেষ টেস্টটি। টেস্ট সিরিজ শেষ করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে ওয়ানডে সিরিজ। এই মাঠে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ এবং ১১ই ডিসেম্বর। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে ম্যাচটি। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ সময়সূচি: টেস্ট একমাত্র প্রস্তুতি ম্যাচ ১৮ই নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চিটাগাং। প্রথম টেস্ট ২২-২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চিটাগাং। দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ওয়ানডে একমাত্র প্রস্তুতি ম্যাচ ১২ ডিসেম্বর খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লাহ। প্রথম ওয়ানডে ৯ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। দ্বিতীয় ওয়ানডে ১১ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। তৃতীয় ওয়ানডে ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। টি টুয়েন্টি প্রথম টি টুয়েন্টি ১৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। দ্বিতীয় টি টুয়েন্টি ২০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। তৃতীয় টি টুয়েন্টি ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আর/০৮:১৪/১৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ka57KJ
November 17, 2018 at 03:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top