শ্রীনগর, ১৮ নভেম্বরঃ শনিবার রাত থেকে চলা গুলির লড়াইয়ে সোপিয়ানে খতম হল দুই জঙ্গি। সেনা, সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছিল জঙ্গিদের। সেই সময়ই গুলিতে নিহত হয় দুজন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, খতম ২ জঙ্গি আল- বদর গ্রুপের সদস্য। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। জঙ্গিরা ফাঁদ পেতে রাখতে পারে, এই সন্দেহে সংঘর্ষের জায়গায় স্থানীয়দের যেতে নিষেধ করা হয়েছে।
গোপন সূত্রে সেনার কাছে খবর আসে, শ্রীনগর থেকে ৫২ কিলোমিটার দূরে সোপিয়ান জেলার রেব্বান এলাকায় লুকিয়ে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী। সে কথা জানার পরেই বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে এনকাউন্টার হওয়া জায়গা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ওই এলাকার আশেপাশে যেতেও নিষেধ করা হয়েছে। কারণ, পুলিশে অনুমান, ওই এলাকায় সম্ভবত কোনও ফাঁদ পেতে রেখেছে জঙ্গিরা। সোপিয়ানে গত কালই এক ১৯ বছর বয়সী তরুণের গলাকাটা দেহ উদ্ধার হয়। পুলিশের চর সন্দেহে ওই তরুণকে হত্যা করেছিল জঙ্গিরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DKwDOv
November 18, 2018 at 10:21AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন