জাতীয় ক্রিকেট লিগে শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ। বরিশাল বিভাগকে হারিয়ে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে তারা। এটি তাদের ষষ্ঠ শিরোপা। এই সাফল্যে খুলনার সঙ্গে লিগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে তারা। অবশ্য দীর্ঘ পাঁচ বছর পর এই শিরোপা জিতেছে রাজাশাহী। এর আগে ২০১১-১২ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল তারা। জয়ের জন্য রাজশাহীর সামনে লক্ষ্য ছিল ২৮৪ রান। এ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে তারা। জুনায়েদ সিদ্দিকের চমৎকার সেঞ্চুরিতে তাদের এই জয়টি সহজ হয়ে যায়। তিনি ১২০ রানের হার না মানা একটি ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১৮১ বলে ১৭টি চারে তিনি এই ইনিংস খেলেন। আর জহুরুল ইসলামের ফিফটিতে (৬৪) কাজটা আরো সহজ হয়ে যায়। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল প্রথম ইনিংসে করেছিল ৯৭ রান। মোহর শেখ ও শফিকুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের ব্যাটিং ধস নামে। মোহর ২৪ রানে পাঁচটি ও শফিকুল ২০ রান খরচায় তিন উইকেটে পায়। জবাবে রাজশাহী প্রথম ইনিংসে ১৬০ রান করে প্রথম ইনিংসেই ৬৪ রানের লিড নেয়। আর দ্বিতীয় ইনিংসে বরিশাল ৩৪৬ রানের বড় ইনিংস খেললেও রজশাহীর সামনে ২৮৪ রানের লক্ষ্য দাঁড়ায়। এই রান তাড়া করে তারা সহজেই জয় তুলে নেয়। এমইউ/০৫:১৫/০৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Qt1P7F
November 08, 2018 at 11:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন