তিরুবনন্তপুরম, ০২ নভেম্বর- শচীন টেন্ডুলকারকে আগেই ছাপিয়ে গিয়েছিলেন৷ বৃহস্পতিবার ছুঁয়ে ফেলেন ২০০র মাইলস্টোন৷ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০টি ছয় মেরে শহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে ফেললেন রোহিত শর্মা৷ ওয়ানডে ক্রিকেটে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে ২০০র মাইলস্টোন টপকাতে রোহিত নিয়েছেন ১৮৭টি ইনিংস৷ আর সাবেক পাক ব্যাটসম্যান আফ্রিদির লেগেছিল ১৯৫টি ইনিংস৷ তবে বলের সংখ্যার বিচারে এখনও সবার উপরে রয়েছেন বুম বুম আফ্রিদি৷ তিন নম্বরে রয়েছেন রোহিত৷ ওয়ানডে ফর্ম্যাটে ২০০ ছক্কার মাইলস্টোনে পৌঁছাতে আফ্রিদির লেগেছিল ৪,২০৩টি বল৷ কিন্ত রোহিতের লাগল ৮,৩৮৭টি বল৷ ২ নম্বরে রয়েছেন সাবেক কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম৷ তার লেগেছিল ৬,৩০৮টি বল৷ বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ান ডেতে ৬৩ রানে অপরাজিত থাকেন রোহিত৷ ৫৬ বলের ইনিংসে ৪টি ছয় এবং পাঁচটি বাউন্ডারি মেরেছেন হিটম্যান৷ ওয়ানডে ক্রিকেটে ২০০ ছক্কার মাইলস্টোন টপকালেও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত৷ তার আগে রয়েছেন কেবল মহেন্দ্র সিং ধোনি৷ ২১৮টি ছক্কার মালিক ধোনি৷ আর এদিন রোহিত পৌঁছালেন ২০২৷ কম ইনিংস খেলে রোহিত আফ্রিদিকে পিছনে ফেললেও সর্বাধিক ছয় মারার ক্ষেত্রে এখনও শীর্ষে আফ্রিদি৷ সাবেক পাক ব্যাটসম্যানের দখলে রয়েছে ৩৫১টি ছক্কা৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিসে গেইল (২৭৫) এবং তিন নম্বরে সানাত জয়সুরিয়া (২৭০)৷ সাত নম্বরে রয়েছেন রোহিত (২০২)৷ আর/০৮:১৪/০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SzyQ3s
November 02, 2018 at 03:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top