ঢাকা, ৩০ নভেম্বর- উইন্ডিজদের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ ক্রিকেটের ৯৪তম টেস্ট ক্যাপটি উঠল সাদমান ইসলাম অনীকের মাথায়। আর নিজের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক তথা টেস্ট ক্রিকেটেই করে ফেললেন এক রেকর্ড। বাংলাদেশের এই ৯৪ জন টেস্ট ক্রিকেটারের মধ্যে সাদমান আছেন সবার উপরে। যেখানে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলেছেন বাঁহাতি এই ওপেনার। শুক্রবার (৩০ নভেম্বর) টসে জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নামেন সাদমান ও সৌম্য সরকার। অপর প্রান্ত থেকে একে একে সৌম্য, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন আউট হয়ে ফেরেন। কিন্তু উইকেটে টিকে থাকেন সাদমান। পূর্ণ করেন নিজের প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি। তবে সেঞ্চুরির আশা জাগিয়েও ৭৮ রানে ফেরেন তিনি। আর এই রান করতে তিনি মুখোমুখি হন ১৯৯ বলে। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষিক্ত কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি খেলা বলের সংখ্যা। সাদমানের পর এই তালিকায় আছেন নাজিমউদ্দিন ১৮৬ (৭৮), জাভেদ ওমর বেলিম ১৬৮ (৮৫), জুনায়েদ সিদ্দিক ১৪৪ (৭৪), এছাড়াও টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সময় ব্যাট করা ওপেনারের তালিকার তিন নম্বরেও আছেন সাদমান। তার আগে আছেন জাভেদ ওমর (২৭৭ মিনিট) ও নাজিমউদ্দিন (২৬৩ মিনিট)। এরপরই আছেন সাদমান। তিনি ২২০ মিনিট উইকেটে টিকে ছিলেন। সূত্র: বাংলানিউজ এমএ/ ০৩:০০/ ৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DWHcgX
November 30, 2018 at 09:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top