এক মাস ২০ দিন পর খুলল দড়িভিট হাইস্কুল

ইসলামপুর, ১০ নভেম্বরঃ একমাস ২০ দিন বন্ধ থাকার পর প্রশাসনের উপস্থিতিতে শনিবার খুলল উত্তর দিনাজপুরের দড়িভিট হাইস্কুল। তবে এদিনও স্কুলের গেট খুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় প্রশাসনকে। শনিবার সকাল ১০টার মধ্যেই এসডিও আসেন স্কুলের গেটে। স্কুলের গেটের সামনে হাজির হন স্থানীয় রাজনৈতিক দলের নেতারাও। দীর্ঘ ছুটির পর স্কুলের গেটের সামনে ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। স্কুল খুললেও গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন বিক্ষোভকারীরা।

সকাল সাড়ে এগারোটা নাগাদ এসডিও-র হাতে স্কুলের গেটের চাবি তুলে দেন নিহত রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার। তবে বিডিও মণীশ মিশ্রের সামনে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান নিহত ছাত্রের পরিবারের লোকেরা। অন্যদিকে, দড়িভিট কাণ্ডে গ্রেফতার আটজনের মুক্তির দাবিতে এদিনও বিক্ষোভ দেখান ধৃতদের স্ত্রীরা। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এসডিও জানান, বিষয়টি বিবেচনা করা হবে। তবে জামিনে মুক্তির কোনওরকম আশ্বাস তিনি দেননি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QxKuKV

November 10, 2018 at 03:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top