লন্ডন, ১৪ নভেম্বরঃ ভারতীয় বংশোদ্ভূত এক গর্ভবতী মহিলাকে হত্যা করা হল। তাঁর পেট লক্ষ্য করে ছোড়া হল তীর। মহিলার মৃত্যু হলেও জীবন পেয়েছে তাঁর গর্ভস্থ সন্তান। দেবী উনমাথাল্লেগাডু(৩৫) নামে ওই মহিলার হৃদপিণ্ডে তীরটি বিঁধেলেও তা স্পর্শ করতে পারেনি গর্ভস্থ শিশুকে। তবে নির্দিষ্ট সময়ের চার সপ্তাহ আগে জন্মানো শিশুটিকে প্রাণে বাঁচানো যাবে কিনা, তা নিয়ে শঙ্কায় চিকিত্সকরা।
পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকায় দেবীকে তীর ছোড়ে রামানজ উনমাথাল্লেগাডু নামে বছর ৫০-এর এক ব্যক্তি। লন্ডনে নিজের বাড়িতেই তখন ছিলেন দেবী। জানা গিয়েছে রামানজের সঙ্গে আগে থাকতেন দেবী। তাঁদের দুজনের ১৮, ১৪ ও ১২ বছরের তিনটি সন্তানও রয়েছে। পরে ধর্মান্তরিত হয়ে ইমতিয়াজ মহম্মদ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন দেবী। তাঁর নতুন নাম হয় সানা মহম্মদ। ইমতিয়াজ ও দেবীর ৫ ও ২ বছরের দুটি শিশুকন্যা রয়েছে।
সোমবার ইমতিয়াজই নিজেদের বাড়ির উঠোনে রামানজকে তীর-ধনুক নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন। তিনি চিত্কার করে দেবীকে সাবধান করার চেষ্টা করেন। তীরবিদ্ধ অবস্থায় স্ত্রীকে দেখে মহম্মদ চিৎকার করতে প্রতিবেশীদের ডাকেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় দেবীর। শরীরে তীরবিদ্ধ অবস্থাতেই সিজারের মাধ্যমে গর্ভস্থ শিশুকে রক্ষা করেন চিকিৎসকেরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DiF9Dr
November 14, 2018 at 02:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন