কলম্বো, ১০ নভেম্বরঃ অকাল নির্বাচন শ্রীলঙ্কায়। ৫ জানুয়ারি শ্রীলঙ্কায় নির্বাচন ঘোষিত হল। একইসঙ্গে জানানো হয়েছে, ১৭ জানুয়ারি পার্লামেন্টের নতুন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অধিবেশন হবে।
শুক্রবার ডিক্রি জারি করে দেশের নির্বাচিত পার্লামেন্ট ভেঙে দিলেন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। এ দিন মধ্যরাত থেকেই রাষ্ট্রপতির নির্দেশিকা কার্যকর হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষেকে সমর্থনের জন্য সিরিসেনার দলের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ঘোষিত হল অকাল নির্বাচন।
২৬ অক্টোবর রনিল বিক্রমসিংঘকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা। ২২৫ আসনের শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা ছিল নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজাপক্ষের। কিন্তু আস্থাভোটের আগেই হার স্বীকার করে সিরিসেনার দল ইউপিএফএ। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার থেকে ৮ জন সদস্য কম আছে বলে জানিয়েছিল তারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PL8FZd
November 10, 2018 at 12:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন