আইজল, ১১ নভেম্বরঃ মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর-পূর্ব প্রান্ত৷ শনিবার রাত এগারোটা নাগাদ মণিপুর, মিজোরাম ও অসমের একাংশে ভূমিকম্প অনুভূত হয়৷৷ কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের সিলেটেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের চমফাই জেলা৷ ভূপৃষ্ঠ থেকে ২৪ কিমি গভীরে এর উৎপত্তিস্থল৷ যদিও কম্পনের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড৷ এখনও পর্যন্ত কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ এদিন মায়ানমারেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QymSFT
November 11, 2018 at 10:48AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন