আগরতলা, ২৬ নভেম্বরঃ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম দীপক দেবনাথ। ত্রিপুরার পশ্চিম জেলার বামুটিয়া বিধানসভার বিজেপি-র সভাপতি কাজল দে এয়ারপোর্ট থানায় দীপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপককে গ্রেফতার করে। ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২)ধারায় মামলা রুজু হয়েছিল।
কাজল দে-র অভিযোগ, দীপক দেবনাথ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বামুটিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণধন দাসের নামে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করেছেন। এই অভিযোগের ভিত্তিতে দীপককে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে পশ্চিম জেলার সিজেএম আদালতে তোলা হলে ৩০ হাজার টাকার ব্যক্তিগত জামিনে তিনি ছাড়া পান।
অন্যদিকে, অভিযুক্ত দীপকের আইনজীবী বলেন, ‘এই অভিযোগের ভিত্তিতে আদৌ কোনও মামলা হয় কি না তা নিয়ে সন্দেহ আছে। পরবর্তী সময়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P3U9qQ
November 26, 2018 at 03:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন