চেন্নাই, ২০ নভেম্বরঃ দেশের উচ্চতম ভ্লাদিমির লেনিনের মূর্তি বসতে চলেছে বিজেপির শরিক এডিএমকে শাসিত রাজ্য তামিলনাড়ুতে। ২১ জানুয়ারি লেনিনের ৯৫ তম মৃত্যু বার্ষিকী। জানা গিয়েছে, সেদিন তিরুনেলভেলির সিপিএম কর্যালয়ে বসবে কমিউনিস্ট নেতার ১২ ফুট উঁচু মূর্তি।
তিরুনেলভেলির সিপিএম পার্টির জেলা সম্পাদক কে জি বসকরণ জানিয়েছেন, লেনিনের মূর্তি বসানোর দুটি কারণ রয়েছে। একটি হল এবার নভেম্বর বিপ্লবের শতবর্ষ। অপর একটি কারণ হল দেশবাসীকে বোঝানো বামপন্থীরাই দেশের একমাত্র পথ। তিনি এও বলেন, লেনিনের মূর্তি গড়ার টাকা কর্মীরা নিজেদের আয় থেকেই দিয়েছেন। মূর্তি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২ লক্ষ টাকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DzubK0
November 20, 2018 at 04:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন