অন্ধ্রপ্রদেশে সিবিআইয়ের প্রবেশ নিষিদ্ধ, জানালেন চন্দ্রবাবু

হায়দরাবাদ, ১৬ নভেম্বরঃ রাজ্যে সিবিআই-এর প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। একটি বিজ্ঞপ্তি জারি করে অন্ধ্র সরকার জানিয়েছে, এবার থেকে যে কোনও মামলার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে রাজ্যের অনুমতি নিতে হবে।

এতদিন সিবিআইকে অন্ধ্রের যে কোনও জায়গায় অপরাধ বা দুর্নীতির মামলার তদন্তের উপর ‘জেনারেল কনসেন্ট’ দেওয়া ছিল। সরকারি বিজ্ঞপ্তিতে এবার থেকে সেই অংশটি তুলে পরিবর্তে ‘প্রায়র কনসেন্ট’ কার্যকর করা হয়েছে। অর্থাৎ সিবিআই আধিকারিকদের অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে সরকারের অনিমতি নিতে হবে। এমনকি দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করারও সিদ্ধান্ত নিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qOn34P

November 16, 2018 at 06:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top