নয়াদিল্লি, ৩ নভেম্বরঃ দেশে ব্যবসার সুবিধার্থে ছোটো থেকে বড়ো সংস্থাগুলির জন্য খুশির খবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ধরনের সংস্থাগুলি ‘৫৯ মিনিট’ পোর্টালের মাধ্যমে (https://ift.tt/2Qda5Zu) ১ কোটি টাকা অবধি ঋণ পেতে পারবেন। জানা গিয়েছে, একক পণ্য পরিসেবা কর (জিএসটি) এর জন্য নথিভুক্ত ছোট সংস্থাগুলি পোর্টালের মাধ্যমে ঋণ নিলে ২ শতাংশ করছাড়েরও সুবিধাও পাবে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার বানানো এই পোর্টালে নিজেদের নাম অনলাইনে নথিভুক্ত করে, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ঋণের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। পোর্টালের মাধ্যমেই সেই আবেদন একই সঙ্গে দেশের দু-তিনটি ব্যাংকে চলে যাবে। সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি এক ঘণ্টার কম সময়েই সম্পন্ন হবে।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই পোর্টালটির উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qtuLRH
November 03, 2018 at 06:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন