মালদা, ২৯ নভেম্বরঃ বৃহস্পতিবার পালিত হল মালদা জেলার প্রবাদপ্রতীম সংগীত শিল্পী বিষ্ণু সেবক মিশ্রের একশো এক তম জন্মদিবস। এদিন সকালে মালদা শহরের গৌড়রোড মোড়ের তালতলায় প্রয়াত শিল্পীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানায় মালদা শিল্পী সংসদ। এদিন শিল্পী সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ডা. ডি সরকার, মলয় সাহা, ত্রিদিব সান্যাল, তাপস মজুমদার, দীপঙ্কর ভৌমিক সহ বহু বিশিষ্টজন।
প্রয়াত সংগীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. ডি সরকার বলেন, ‘বহু বছর আগে যখন পণ্ডিত বিষ্ণুসেবক মিশ্র সংগীত চর্চা শুরু করেন তখন মালদায় সেইভাবে উচ্চাঙ্গ সংগীতের চর্চা ছিল না। তিনিই এই জেলায় উচ্চাঙ্গ সংগীতের পথপ্রদর্শক। বেনারস ঘরানায় তিনি সংগীত চর্চা করতেন যা আজও মালদা জেলায় অনুসরণ করা হয়। তাঁর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে টাউন হলে উচ্চাঙ্গ সংগীতের আসর বসবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q3uu7e
November 29, 2018 at 01:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন