লখনউ, ০৮ নভেম্বর- লখনউয়ে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খুব সহজেই জিতেছে ভারত। ক্যারিবিয়ানরা কোনও চ্যালেঞ্জই ছুড়ে দিতে পারেনি। এই ম্যাচ চলাকালীন একাধিক ঘটনা ঘটেছে, যা চোখ এড়িয়ে গিয়েছে ক্রিকেটপাগলদের। সোশ্যাল মিডিয়ায় সেই এড়িয়ে যাওয়া দৃশ্যগুলোই উঠে এসেছে। একটি দৃশ্য হল, যশপ্রীত বুমরাহ ক্যাচ ধরার সময়ে কাইরন পোলার্ড ভারতীয় পেসারের ফোকাস নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় আরও একটি ঘটনা তুলে ধরা হয়েছে। তা হল, ভারতীয় দলের তরুণ সদস্য খলিল আহমেদ কষিয়ে চড় দেন রোহিত শর্মার গালে। খলিলের চড়ের আঘাতে রোহিত হতভম্ব হয়ে যান। খলিল অবশ্য ইচ্ছাকৃতভাবে তার অধিনায়ককে মারেননি। উইকেট শিকারের পরে উল্লসিত হয়ে সতীর্থদের সঙ্গে সাফল্য উদযাপন করছিলেন। তখনই লেগে যায় রোহিতের গালে। দ্রুত নিজের ভুল বুঝতে পারেন খলিল। সঙ্গে সঙ্গে রোহিতের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/০৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PdC26O
November 08, 2018 at 08:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন