বিগ, ১২ নভেম্বর- চলমান লা লিগায় আরেকটি জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্টাভিগোর মাঠে আতিথ্য নিয়ে সান্তিয়াগো সোলারির শিষ্যরা জিতেছে ৪-২ গোলের ব্যবধানে। রিয়ালের জার্সিতে গোল পেয়েছেন করিম বেনজেমা, সার্জিও রামোস, দানি কাবালোস। বাকি গোলটি আত্মঘাতী। এ নিয়ে অন্তর্বর্তীকালীন কোচ সোলারির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতল রিয়াল। ম্যাচের ২৩ মিনিটের মাথায় ফরাসি তারকা বেনজেমার গোলে লিড নেয় রিয়াল। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় সোলারির দল। বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটের মাথায় স্বাগতিকদের হতাশ করেন ক্যাবরাল। নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। রিয়াল ২-০ গোলে এগিয়ে যায়। ৬১ মিনিটের মাথায় ব্যবধান কমানো গোল করেন সেল্টাভিগোর হুগো মাল্লো (২-১)। ৮৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ৩-১ গোলে এগিয়ে নেন সার্জিও রামোস। যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে দানি কাবালোসের গোলে রিয়াল ৪-১ গোলের লিড নেয়। তবে, চতুর্থ মিনিটে বারিস মেনডেজের গোলে সেল্টাভিগো ব্যবধান কমায় (৪-২)। ১২ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া, তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ, চারে দেপোরতিভো আলাভেজ। ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পাঁচে এস্পানিওল। ২০ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান ছয় নম্বরে। আর/০৮:১৪/১২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zKtutM
November 12, 2018 at 04:05PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন