রাজনৈতিক কারণে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, দাবি তেজপ্রতাপের

পাটনা, ৪ নভেম্বরঃ বিয়ের মাত্র ছ’মাসের মধ্যেই লালুপুত্র তেজপ্রতাপ বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করলেন। এই খবরে বেশ অবাক রাজনৈতিক মহল। এর রেশ কাটতে না কাটতেই আবার বিস্ফোরক মন্তব্য করলেন লালুপুত্র। তাঁর দাবি, সম্পূর্ণ রাজনৈতিক কারণে ঐশ্বর্যকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে তাঁকে।

বহুদিন ধরেই খবর ছিল, লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপের সঙ্গে তাঁর স্ত্রী ঐশ্বর্যের দাম্পত্য কলহ বড় আকার নিচ্ছে। আর এবার এই বিষয়টি নিয়েই তেজপ্রতাপ জানান, ঐশ্বর্যের সঙ্গে কিছুতেই তাঁর বনিবনা হচ্ছে না। তেজের দাবি, ঐশ্বর্য ‘হাই সোসাইটির’ আর তিনি নিছকই পাটনার আর চার পাঁচজন ছেলের মতোই সাধারণ। ঐশ্বর্য বড় হয়েছেন সম্পূর্ণ অন্য পরিবেশে। দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। এদিকে, তেজপ্রতাপ বিহারে একাদশ শ্রেণীর পর স্কুল ড্রপআউট করেছেন। তেজের দাবি, বিভিন্ন অনুষ্ঠানে ঐশ্বর্যের সঙ্গে একাধিকবার খুব বাজেভাবে ঝগড়া হয়েছে। তিনি বিয়েতে রাজি ছিলেন না, একথা পরিবারকে জানালেও কেউ গুরুত্ব দেননি তাঁর কথা। পার্টির লোকেরাও বুঝিয়ে তাঁকে বিয়ে রাজি করান বলে জানিয়েছেন তিনি। বিয়ের পর তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হননি বলে দাবি তেজের।

সূত্রের খবর, লালু পরিবারে সকলে তেজকে বোঝানোর চেষ্টা করছেন। রাঁচিতে হাসপাতা ভরতি অসুস্থ লালুপ্রসাদকে দেখতে যান তেজ, আর তখনও পিতাপুত্রের মধ্যে এই নিয়ে বহু আলোচনা হয় বলে খবর। হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বেরতো দেখা যায় তেজকে। এরপরই তিনি সংবাধমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন।

তেজের অভিযোগ, তাঁকে ‘রাজনৈতিক মোহরা’ করেই এই বিয়েতে বাধ্য করেন তাঁর বাবা লালুপ্রসাদ ও মা রাবড়ি দেবী। ছয় মাসের বিবাহিত জীবনে এবার ইতি টানতে তত্‍পর তেজ। তেজের দাবি, প্রধানমন্ত্রী এসে বললেও তিনি বিয়ে নিয়ে নিজের সিদ্ধান্ত থেকে সরবেন না। দাম্পত্য কলহের জেরে ঐশ্বর্য বাপের বাড়ি চলে গিয়েছেন বলে খবর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P5kfih

November 04, 2018 at 01:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top