বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত এক

মুর্শিদাবাদ, ২২ নভেম্বরঃ সরকারি বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। ঘটনায় আহত একজন। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙা থানার ঝুনকা মোড় সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে বহরমপুর থেকে কলকাতাগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে আসা একটি পিক আপ ভ্যানকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নজরুল শেখ নামে পিক আপ ভ্যানটির চালকের। গুরুতর আহত হয় আরমান শেখ নামে ওই গাড়িতে থাকা অপর এক ব্যক্তি। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় দীর্ঘ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। গাড়ি দুটিকে উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মর্গে। ঘটনার তদন্তে পুলিশ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2S8I85z

November 22, 2018 at 07:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top