পাচারের আগেই এনজেপি স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা

শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ পাচারের আগেই এনজেপি স্টেশন থেকে ৯ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার হল। সোনা পাচারের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাজু আদর্শ। গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর অভিযান চালায়। রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা জানান, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

জানা গিয়েছে, শনিবার রাতে রাজু ডাউন কামরূপ এক্সপ্রেসে চেপে শিলিগুড়ি হয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বাজয়াপ্ত করা হয় ৫৬টি সোনার বাট। এর মধ্যে ৩৮টি ছিল কোমরের বেল্টে। বাকি গুলো লুকোনো ছিল জুতোর ভেতর।

জানা গিয়েছে, আসম থেকে ওই সোনা নিয়ে এসে তা শিলিগুড়ি হয়ে কলকাতা পাচারের ছক ছিল। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে একদিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। আগামীকাল ফের তাকে আদালতে তোলা হবে।

তথ্যঃ সানি সরকার

ছবিঃ সূত্রধর



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DKfh4i

November 18, 2018 at 05:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top