জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ জয় দীপার

কাটবুস (জার্মানি), ২৫ নভেম্বরঃ শনিবার বিশ্বচ্যাম্পিয়নশিপে মেরি কমের সোনা জেতার দিনই নজির গড়লেন দীপা কর্মকার। জার্মানির কাটবুসে আর্টিস্টিক জিমন্যাসটিক্স ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ জিতলেন আগরতলার বাঙালি কন্যা। এর আগে তুরস্কে একই প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন তিনি। শনিবার দীপা ফাইনাল রাউন্ডে উঠেছিলেন ষোলো জনের মধ্যে ছয় নম্বর হয়ে। ভল্টিংয়ের ফাইনালে দীপার স্কোর ১৪.৩১৬। এই পদক জয়ের ফলে টোকিও অলিম্পিকে যোগ দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলেন তিনি। আর দুটি বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে দুটি পদক জিতলেন অলিম্পিকে নিশ্চিত হয়ে যাবেন দীপা।

পায়ে চোট লাগার পর থেকেই প্রোদুনোভা ভল্ট দেওয়া বন্ধ করে দিয়েছিলেন দীপা। এদিন যে দুই ভল্টে পদক পান সেই দুটির নাম  পাইক ফ্রন্ট সমারসল্ট উইথ ৩৬০ ডিগ্রি টার্ন, দুই-সুকুহারা স্ট্রেট বডি উইথ ৭২০ ডিগ্রি টার্ন। পাইক ফ্রন্ট সামারসল্টে ৫৪০ ডিগ্রি টার্ন নিতে পারলে দীপার সোনা জয় নিশ্চিত হয়ে যেত। কিন্তু ফের চোট লাগার আশঙ্কায় ৩৬০ ডিগ্রির বেশি টার্ন নেননি দীপা। শেষ পর্যন্ত তাই ব্রোঞ্জ নিয়েই খুশি থাকতে হয় তাঁকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QjEWXx

November 25, 2018 at 11:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top