চিনা ওপেনে কোয়ার্টার ফাইনালে সিন্ধু-শ্রীকান্ত

সাংহাই, ৮ নভেম্বরঃ চিনা ওপেন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দুই ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত।

বৃহস্পতিবার মাত্র ৩৭ মিনিটেই প্রতিপক্ষ থাইল্যান্ডের বুসানন অঙ্গবামরুংফানকে ২১-১২, ২১-১৫ উড়িয়ে দেন।
অন্যদিকে, শ্রীকান্ত স্ট্রেট গেমে হারিয়েছেন ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে। এই গেমে ৪৫ মিনিট লাগলেও শ্রীকান্তকে শুরুতে চাপে ফেলে দিয়েছিলেন টমি। প্রথম গেমে ১০-২১ পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ান শ্রীকান্ত। জিতেছেন ১০-২১, ২১-১৯, ২১-৯।
এই টুর্নামেন্টের তৃতীয় বাছাই কোয়ার্টার ফাইনালে খেলবেন অষ্টম বাছাই চিনের হে বিংজিয়াওয়ের বিরুদ্ধে। পঞ্চম বাছাই শ্রীকান্তের বিরুদ্ধে খেলবেন চতুর্থ বাছাই চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ph415R

November 08, 2018 at 10:49PM
08 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top