ফেসবুক কর্তাকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দাবি বিনিয়োগকারীদের

ওয়াশিংটন, ১৭ নভেম্বরঃ ফেসবুক স্রষ্টা মার্ক জুকেরবার্গকে সংস্থার পদ থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। জানা গিয়েছে, বিনিয়োগকারীদের অনেকেই নাকি তাঁকে ফেসবুকের চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বলেছেন।

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, বিপক্ষ সংস্থার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নিজ প্ল্যাটফর্মের অপব্যবহার করেছে ফেসবুক। জানা গিয়েছে, শুক্রবার সংস্থার অন্যতম বিনিয়োগকারী জোনাস ক্রোন এই বিষয়ে মার্ক জুকেরবার্গকে নিজ দায়িত্ব থেকে সরে যেতে বলেন। জুকেরবার্গ নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তাঁকে সরিয়ে দেওয়া এত সহজ নয়। ফেসবুকের প্রতিষ্ঠা তিনি। সংস্থার সবচেয়ে বেশি কর্তৃত্ব এখনও তাঁরই হাতে রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q3TlXE

November 17, 2018 at 10:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top