কলকাতা, ৬ নভেম্বরঃ কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে আক্রান্ত হলেন জানা গিয়েছে, দিঘায় একটি কালীপুজোর উদ্বোধন করতে যাচ্ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি। সেইসময় দিঘা বাইপাসে তাঁদের গাড়ির সামনে চলে আসে একটি বাইকে। বাইকটি কাঁথির দিক থেকে আসছিল। চালকের তত্পরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সকলে। অভিযোগ, সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত হন বিধায়ক। অভিযুক্ত যুবকরা অখিল গিরির উপর চড়াও হয়। বিধায়ককে মারধরও করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হলে প্রআথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্ত যুবকদের একজন। ঘটনাস্থল থেকে অপর যুবক ও যুবতিকে গ্রেফতার করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে পলাতক যুবককে নিউ দিঘা থেকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OtrJ9w
November 06, 2018 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন