নয়াদিল্লি, ১৮ নভেম্বরঃ বাজারে আসতে চলেছে ৭৫ টাকার নতুন কয়েন। ১৯৪৩ সালের ২১ অক্টোবর আন্দামানের সেলুলার জেলে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবার পতাকা উত্তোলন করেছিলেন। নেতাজির সেই পতাকা উত্তালনের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে ৭৫ টাকার নতুন কয়েন উন্মোচন করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
একটি বিবৃতির মাধ্যমে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই কয়েনের ব্যাপারে বিস্তারিত ভাবে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, একেকটি কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক দিয়ে তৈরি হবে এই কয়েন। সেলুলার জেলের সামনে ভারতীয় পতাকাকে কে স্যালুট করছেন নেতাজি – কয়েনের উপরে থাকবে এই ছবি। ছবির নিচে দেবনাগরী ও ইংরেজিতে লেখা থাকবে ‘৭৫তম অ্যানিভার্সারি’ ও ‘প্রথম পতাকা উত্তোলন দিবস’।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RXokC3
November 18, 2018 at 05:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন