হ্যামিলটন, ৭ নভেম্বরঃ এক ওভারে ৪৩ রান করার নয়া রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। ফোর্ড ট্রফির এক ম্যাচে এই রান তুলল নিউজিল্যান্ড। লিস্ট-এ ক্রিকেটে এটিই এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড।
হ্যামিলটনে আজ নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের মুখোমুখি হয়েছিল নর্দান ডিস্ট্রিক্টস। এই ম্যাচে নিজের দশম ওভার করার আগে লুডিকের বোলিং ফিগার ছিল ১ উইকেটে ৪২। শেষ ওভারটি করার পর লুডিকের বোলিং ফিগার ১ উইকেটে ৮৫। এক ওভারে এত রান দেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই পেসার। নর্দান ডিস্ট্রিক্টসের দুই ব্যাটসম্যান জো কার্টার আর ব্রেট হ্যাম্পটন এই রান তোলেন। দু’জন মিলে ছয় ছক্কা হাঁকিয়েছেন এক ওভারে। এর মধ্যে দুটি ছিল নো বল। এই দুই বলেই ছক্কা হাঁকান ব্যাটসম্যানরা। দুটি অবৈধ ডেলিভারি সহ ওই ওভারে মোট ৮টি ডেলিভারি থেকে রান আসে যথাক্রমে ৪, ৬+নো বল, ৬+নো বল, ৬, ১, ৬, ৬ ,৬। অর্থাৎ এক ওভারে ৪৩ রান। লিস্ট এ ক্রিকেটে এটিই এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।
কার্টারের ১০২(নটআউট) আর হ্যাম্পটনের ৯৫ রানে ভর করে ৭ উইকেটে ৩১৩ রান তুলেছিল নর্দান ডিস্ট্রিক্টস। জবাবে ব্যাট করতে নেমে ২৫ রানে হেরেছে সেন্ট্রাল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AQTYLJ
November 07, 2018 at 08:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন