মুম্বাই, ০৬ নভেম্বর- #মি টু নিয়ে বিধ্বস্ত বলিউড অঙ্গন। একের পর মুখ খুলছেন তারকারা। উঠছে প্রতিবাদও। কঙ্গনা রানাউত, ঐশ্বরিয়া রাই বচ্চনদের পর এবার যৌন হেনস্থার প্রতিবাদে মুখ খুললেন করিশমা কাপুর। সম্প্রতি ডিএনএ-র এক সাক্ষাতকারে হাজির হয়ে ৯-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর বলেন, প্রতিদিন যেভাবে যৌন হেনস্থার পর একের পর এক অভিনেত্রী মুখ খুলছেন, তাতে অবাক হয়ে যাচ্ছেন তিনি। যৌন হেনস্থার অভিযোগ যারা করছেন,তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান কারিশমা। এছাড়াও যদি কারও বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তারা যেন উপযুক্ত শাস্তি পান, সেদিকেও নজর রাখা উচিত বলেও মন্তব্য করেন এ কাপুরকন্যা। কারিশমা আরও বলেন, যাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হবে, তারা শাস্তি পেলে, কাজের জায়গা অনেক বেশি নিরাপদ হবে। আর সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন। কর্মক্ষেত্রে মহিলারা যাতে নিরাপত্তা পান সেই বিষয়ে প্রত্যেকের নজর দেওয়া উচিত। এমইউ/০১:২৩/০৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FeXFPQ
November 06, 2018 at 07:31PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন