গঙ্গাবক্ষে একসঙ্গে কবিতাপাঠ বিশ্বের ১৬ জন কবির

কলকাতা, ২৭ নভেম্বরঃ আন্তর্জাতিক কবিতা উৎসব উপলক্ষে সোমবার উৎসবের শেষদিনে গঙ্গাবক্ষে এসে একসঙ্গে কবিতা পাঠ করলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের কবি। উপস্থিত ছিলেন ভারতসহ স্লোভানিয়া, ম্যাসিডোনিয়া ও অন্যান্য দেশের মোট ১৬ জন কবি।

সকলেই নিজেদের লেখা সেরা কবিতাগুলি পাঠ করেন এদিনের অনুষ্ঠানে। ম্যাসিডোনিয়ার কবি ভ্লাদিমির মারটিনোভস্কি পড়লেন তাঁর লেখা সেই কবিতা, যা বলে শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা নদীর সঙ্গে মানুষের সম্পর্কের কথা। স্লোভানিয়ার কবি বারবারা পোগাকনিক পাঠ করলেন একটি রহস্যময় নৌকা নিয়ে লেখা তাঁর কবিতা। ভারতীয় কবি অরুণ কমল পড়লেন ‘গঙ্গা কা প্যায়ার’ শিরোনামের তাঁর বিখ্যাত কবিতাটির ইংরেজি অনুবাদ। কবিতা পড়লেন বেলজিয়ামের মিরিয়াম ভান হি এবং ফ্রান্সের কবি ইয়েকতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার। তিনিও কবিতাপাঠ করেন এদিন। তিনি বলেন, ‘ভারতীয় ভাষার কবিদের নিয়ে গঙ্গাবক্ষে এমন কবিতাপাঠ এর আগেও হয়েছে৷ কিন্তু একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের এতজন কবি পড়ে চলেছেন তাঁদের নিজেদের ভাষার নিজেদের লেখা কবিতা, এমন অভূতপূর্ব আয়োজনের সাক্ষী থাকতে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P1QKJn

November 27, 2018 at 02:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top