নয়াদিল্লি, ১১ নভেম্বরঃ উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গাজা’। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হতে চলেছে এই ঘূর্ণিঝড়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। এর জেরে আগামী ৩৬ ঘণ্টায় তামিলনাড়ুতে ও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্ধ্রের দক্ষিণ উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, পশ্চিম থেকে উত্তর পশ্চিমে এগোনোর সময় ধীরে ধীরে শক্তি হারাবে ‘গাজা’। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই ও অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OE0s4b
November 11, 2018 at 04:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন