রাজ্যকে নির্মল রাখতে কড়া ব্যবস্থা

কলকাতা, ২১ নভেম্বরঃ কলকাতা সহ রাজ্যকে পরিচ্ছন্ন রাখতে কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‌‌রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন রাস্তা, সেতু তৈরির পাশাপাশি স্বচ্ছতা ও সৌন্দর্যায়নের বিষয়টিতেও জোর দিতে হবে। বাংলা জুড়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ অবচেতনভাবে পান, গুটখার পিক ফেলে বা আবর্জনা ছড়িয়ে পরিবেশ নোংরা করছে। রাজ্যকে নির্মল ও পরিচ্ছন্ন রাখাকে মুখ্যমন্ত্রী একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এর মোকাবিলায় একটি কমিটিও গঠন করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2R0ZRMf

November 21, 2018 at 11:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top