স্বপ্নার জন্য বিশেষ জুতো তৈরি করছে অ্যাডিডাস

নয়াদিল্লি, ৬ নভেম্বরঃ জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনাজয়ী স্বপ্না বর্মনের জন্য বিশেষ সাত জোড়া জুতো তৈরি করবে অ্যাডিডাস। সোমবার তাদের তরফে একথা ঘোষণা করা হয়েছে।

জন্ম থেকেই স্বপ্নার দুই পায়ে ৬টি করে আঙুল। যার জন্য কেরিয়ারে বারবার সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। যদিও এশিয়ান গেমসে সোনা জয়ের পরই তা সবাই জানতে পারেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর খোদ বিষয়টি নিয়ে খোঁজ নেন। এরপর সাইয়ের ডিরেক্টরের সঙ্গে কথা বলে অ্যাডিডাসের প্রধান দপ্তরে সমস্যার সমাধান চেয়ে চিঠি দেন। এরপরেই স্বপ্নাকে সাহায্যের জন্য এগিয়ে আসে অ্যাডিডাস। অক্টোবরের শেষদিকে জার্মানির নুরেমবার্গে অ্যাডিডাসের প্রধান দপ্তরে কোচ সুভাষ সরকারের সঙ্গে গিয়ে পায়ের মাপ দিয়ে আসেন স্বপ্না।

অ্যাডিডাসের তরফে জানানো হয়েছে, নুরেমবার্গের অ্যাথলিটস সার্ভিস ল্যাবে স্বপ্নার সমস্যার সমাধান খোঁজা হয়। তাঁর পায়ের গঠন খুঁটিয়ে দেখার পরে সেই অনুযায়ী জুতোর বিশেষ নকশা তৈরি করা হয়। ঠিক হয়েছে হেপ্টাথলনের সাতটি ইভেন্টের জন্য আলাদা সাত জোড়া জুতো তাঁকে দেওয়া হবে। নতুন জুতো পাওয়ার খবরে উচ্ছ্বসিত স্বপ্না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ots0t4

November 06, 2018 at 12:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top