কলকাতায় গণধর্ষণের ঘটনায় ধৃত ৪

কলকাতা, ২৬ নভেম্বরঃ কিড স্ট্রিটের ইউনিসেক্স পার্লারে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হল একজনকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ৪। বালি থেকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত তথা পার্লার মালিক নগেন্দ্রকে। তবে ঘটনায় এখনও পলাতক একজন।

অভিযোগকারী যুবতি জানিয়েছেন, গত ২৪ অক্টোবর তাঁকে রীনা বেগম নামে এক মহিলা কিড স্ট্রিটের একটি বিউটি পার্লারে কাজের টোপ দিয়ে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাঁকে ধর্ষণ করে মহম্মদ শাকিল এবং মনোয়ার আলি দু’জন ব্যক্তি। সেই সময়ে সেখানে উপস্থিত ছিল দোকান মালিক নগেন্দ্র ও সীমা। এমনকি সেই ছবি মোবাইলে তুলে রাখে রিনা নামে অপর এক মহিলা। তারপর ওই যুবতিকে হুমকি দেওয়া হয় ধর্ষণের কথা পুলিশকে জানালে ওই ছবি ইনটারনেটে ভাইরাল করে দেওয়া হবে। ভয় পেয়ে ওই যুবতি পুলিশে অভিযোগ দায়ের না করলেও গত ১৮ নভেম্বর ফের তাঁকে পার্লারে যাওয়ার জন্য চাপ দেয় রিনা। তখন ওই যুবতি পুলিশে অভিযোগ দায়ের করেন।  অভিযোগের ভিত্তিতে প্রথমে মনোয়ার আলি এবং শাকিলকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয় রিনাকে। সোমবার বালি থেকে নগেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। সীমা নামে অপর ওই মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FInuYK

November 26, 2018 at 08:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top