স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার স্বামী

শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির মাটিগাড়া থানার চাঁদমনিতে। মৃতের নাম প্রিয়া তামাং। ঘটনায় মৃতার পরিবারের তরফে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামী রাজু তামাংকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজুকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে খবর, প্রায় প্রতিদিনই প্রিয়া ও রাজুর মধ্যে ঝামেলা লেগে থাকত। প্রায়ই রাজু মদ খেযে স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ। বুধবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে। অভিযোগ, বচসা চলাকালীন স্ত্রীকে গলা টিপে খুন করে রাজু। সকালে প্রিয়ার মৃতদেহ বাড়ির সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেয় তারা। মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OJBel1

November 14, 2018 at 10:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top