আবুধাবি,০১ নভেম্বর- ৬ বলে প্রয়োজন ১৭ রান। বল হাতে তরুণ শাহিন আফ্রিদি। এক রান নিয়ে প্রান্ত বদল করলেন অভিজ্ঞ রস টেইলর। স্ট্রাইকে টিম সাউদি। ফাইন লেড়ে ঠেলে দিয়ে তুলে নিলেন বাউন্ডারি। জমে উঠলো খেলা। চার বলে দরকার আরও ১২ রান। তবে এ যাত্রায় পাড় পেয়ে গেল পাকিস্তান দল। পরের তিন বলে পেসার আফ্রিদি দিয়েছেন ১+২+২= ৫ রান। শেষ বলে প্রয়োজন ছিল সাত রানের। ২৫ বলে ৩৮ রান করা টেইলর উঠিয়ে মেরেছিলেন। তবে এটি চার হলো। মাত্র দুই রানে হারতে হলো নিউজিল্যান্ডকে। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ১-০তে এগিয়ে গেল সরফরাজ আহমেদের দল। এ নিয়ে ছোট ফরম্যাটে টানা সাত জয় পেল শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজরা। বুধবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। আসিফ আলীর ২৫, হাফিজের ৪৫ আর সরফরাজের ৩৪ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে গ্রিন আর্মি। কিউইদের হয়ে দুটি উইকেট নেন অ্যাডাম মিলনে। একটি করে উইকেট শিকার করেন আজাজ পাটেল, কলিন ডি গ্র্যান্ডহোম এবং ইশ সোধি। ওপেনার কলিন মুনরোর ৪২ বলে ৫৮ আর মিডল অর্ডার রস টেইলরের ২৬ বলে ৪২ রানও শেষ পর্যন্ত জয়ের প্রান্তে পৌঁছে দিতে পারেনি ব্ল্যাকক্যাপসদের। পাকিস্তানের জার্সিতে হাসান আলী তিনটি উইকেট লাভ করেন। এছাড়া ইমাদ ওয়াসিম ও শাদাব খান তুলে নেন একটি করে উইকেট। তথ্যসূত্র:আরটিভি অনলাইন এমইউ/১২:০৫/০১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zkMiPV
November 01, 2018 at 06:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন