ভোপাল, ২৩ নভেম্বরঃ বিধানসভা নির্বাচনের ঠিক আগে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নামে ভাইরাল হল ভুয়ো খবর। চৌহানের একটি ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, যেখানে দেখা যাচ্ছে তাঁর খাবারে প্লেটে মাংসের ছবি। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। এর জেরে কট্টর হিন্দুদের কুনজরে পড়তে হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। কট্টরবাদীদের মতে, ‘গোঁড়া হিন্দু হয়েও লুকিয়ে মাংস খাচ্ছেন শিবরাজ।’
তবে জানা গিয়েছে, শিবরাজ সিং চৌহানকে নিয়ে ভাইরাল হওয়া ছবিটি ভুয়ো এবং খবরটিও সত্য নয়। গত ১৭ নভেম্বর একটি সংবাদমাধ্যমে প্রচারের ফাঁকে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর খাওয়া দাওয়ার একটি ছবি প্রকাশিত হয়। সেখানে অন্যদিনের মতোই নিরামিষ খাবার খেতে দেখা যায় শিবরাজবাবুকে। সেই ছবিটিকে এডিট করে ভুয়ো ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। চৌহানের মুখ্যসচীব এসকে মিশ্র জানান, ‘মুখ্যমন্ত্রী শুধু যে বিশুদ্ধ নিরামিষাশী তাই নয়, এমনকি যেসব জায়গায় আমিষ খাবার পরিবেশন করা হয় সেসব জায়গায় খাওয়াও তিনি এড়িয়ে চলেন।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zkOPdO
November 23, 2018 at 05:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন