উয়েফা ন্যাশনস কাপে ফিরতি লড়াইয়ে বেলজিয়ামকে গুঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। ইডেন হ্যাজার্ডরা ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-২ গোলে সুইসদের কাছে হেরে গেছে। সোমবার ম্যাচের একদম শুরুতেই গোল করেন বেলজিয়ামের থর্গান হ্যাজার্ড। ১৭তম মিনিটে ফের একবার সুইসদের হতাশায় ডুবান তিনি। অন্যদিকে, সুইজারল্যান্ডের ঘুরে দাঁড়ানোর শুরু হয় রিকার্দো রদ্রিগেসের পেনাল্টি গোল থেকে। বেলজিয়ামের নাসের চাদলি কেভিন এমবাবুকে ফাউল করলে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। আর তা দেখে সহজেই গোল আদায় করেন রদ্রিগেস। ম্যাচের ৩১ মিনিটে বেলজিয়ামের জাল কাঁপিয়ে দেন হারিস সেফেরোভিচ। ডি-বক্সের ভেতর থেকে করা ওই গোলটি তার গোলক্ষুধা আরও বাড়িয়ে দেয়। করে বসেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এছাড়া ৬২ মিনিটে গোলের দেখা পান নিকো এলভেদি। এই জয়ে বেলজিয়াম আর সুইজারল্যান্ড উভয় দলের পয়েন্ট হলো ৯। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় উয়েফা ন্যাশনস লিগের শীর্ষ চারে পা রেখেছে সুইসরা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১৯ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zhX8Ho
November 19, 2018 at 04:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন