স্তন্যপান করাতে বাধা সাউথ সিটি মলে, নিন্দা সোশ্যাল মিডিয়ায় 

কলকাতা, ২৯ নভেম্বরঃ স্তন্যপান করানো যাবেনা মলের ভেতর। স্তন্যপান করাতে হলে যেতে হবে টয়লেটে। সম্প্রতি কলকাতার সাউথ সিটি মলের কর্মীদের এমন নির্দেশে নিন্দার ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, সাউথ সিটি মলে কোলের শিশুকে নিয়ে গিয়েছিলেন অভিলাষা পাল। অভিযোগ, শিশুকে স্তন্যপান করাতে গেলে তাঁকে নিষেধ করেন মলকর্মীরা। বলা হয়, ‘মলে স্তন্যপান করানোর কোনও জায়গা নেই। স্তন্যপান করাতে হলে টয়লেটে যেতে হবে আপনাকে।’ এই ঘটনাটি সাউথ সিটি মলের ফেসবুক পেজে পোস্ট করেন অভিলাষা। ঘটনাটি পোস্ট হতেই সোশাল মিডিয়ায় প্রতিবাদ শুরু হয়। ফেসবুক পোস্টে অভিলাষা লেখেন, ‘মলে স্তন্যপান করানোর কোনও জায়গা নেই। উপরন্তু, আপনাদের কর্মী আমায় বলেন, টয়লেটে গিয়ে স্তন্যপান করাতে। এটা একদম বাজে জায়গা।’ সাউথ সিটি মল কর্তৃপক্ষ এর উত্তরে লেখে, ‘একাধিক কারণে মলে স্তন্যপান করানোর অনুমতি নেই। জরুরি পরিস্থিতিতে আমরা বন্দোবস্ত করতে পারি। কিন্তু, এই জায়গাটা কেনাকাটার জন্য। পূর্ণ সম্মান সহ ম্যাডাম আপনাকে আমরা বলছি, দয়া করে বাড়ির জিনিস বাড়িতেই করুন। বা বিষয়টি আগে থেকে পরিকল্পনা করে বাড়িতেই স্তন্যপান করিয়ে কেনাকাটায় আসুন। বিষয়টা মোটেও এমন নয় যে, আপনার শিশু যে কোনও সময় স্তন্যপান করতে চাইবে। আর তার জন্য আপনার ইচ্ছে অনুসারে জনসমক্ষে স্তন্যপানের ব্যবস্থা করতে হবে? আমরা অন্য মানুষের গোপনীয়তার সঙ্গে আপস করতে পারি না।’ এই কমেন্টের পর অভিলাষা কনজিউমার ফোরামে অভিযোগ করার কথা বলেন।

পোস্টটি ভাইরাল হতেই প্রতিবাদ শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ লেখেন, ‘সাউথ সিটি মল, আপনাদের লজ্জা হওয়া উচিত।’ অনেকে মলটিকে বয়কট করার সিদ্ধান্তের কথাও জানান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QmWkuw

November 29, 2018 at 02:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top