রায়গঞ্জ, ১৬ নভেম্বরঃ তিন মাস পেরিয়ে গেলেও সমাজসেবী সুব্রত ঘোষের খুনিরা এখনও অধরা। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে সুভাষ গঞ্জের ভিএনসি মোর সহ ওই এলাকার সমস্ত গ্রামীণ সড়ক আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। জানা গিয়েছে, এদিন অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সমাজসেবী তথা তৃণমূল নেতা সুব্রত ঘোষকে যারা খুন করেছে, তাদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় সুভাষগঞ্জ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কমব্যাট ফোর্স। দীর্ঘক্ষন আলোচনার পর এবং পুলিশি আশ্বাসে এদিন বিকেল পাঁচটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ ই সেপ্টেম্বর রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন রায়গঞ্জ ব্লকের ১০ নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুব্রত ঘোষ। হাসপাতালে ভরতি করা হলে দুদিন পর মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের একজনকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও অধরা। স্থানীয়দের দাবি, ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হবে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QSdxZX
November 16, 2018 at 08:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন