গত সপ্তাহে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল স্পেন। এর আগে গত মাসে (অক্টোবর) ইংল্যান্ডের কাছেও ৩-২ গোলে হারে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে রোববার রাতে (১৮ নভেম্বর) ঘরের মাঠ লাস পালমাসে প্রীতি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ১-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের বেশীরভাগ সময়ে বল ধরে রাকলেও প্রথমার্ধে গোল পায়নি স্পেন। তাই প্রথমার্ধে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুদল। বিরতির পর মাঠে নেমে বসনিয়ার বিপক্ষে আক্রমণ চালায় স্বাগতিকরা। শুরুতেই দারুণ সুযোগ নষ্ট করেন মোরাতা। আসেনিসওর বাড়ানো বল পেয়েও বল জালে পাঠাতে পারেননি স্প্যানিশ এই ফুটবলার। তবে ম্যাচের ৭৮ মিনিটে গোলের দেখা পান অভিষিক্ত ব্রাইস মেন্দেস। তাতেই এগিয়ে যায় স্পেন (১-০)। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকোর নেয়া শট ঠেকান বসনিয়া গোলরক্ষক। তবে ফিরতি বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করে বসেন সেল্টা ভিগোর এই ফুটবলার। আর/১২:১৪/১৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qSnT0r
November 19, 2018 at 08:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top