কলকাতা, ০১ নভেম্বর- নিজের মনের কথা বলতে মোদীর হাতিয়ার মন কি বাত৷ তা নিয়ে বহুবার সরব হয়েছেন বিরোধীরা৷ পাল্টা দিতে উদ্যোগী রাহুল গান্ধী৷ মানুষের মনের কথা জানতে এবার ইস্তাহার উপদেষ্টাদের গ্রামে গ্রামে পাঠানোর পরিকল্পনা কংগ্রেস সভাপতির৷ জনসংযোগের পাশাপাশি এর ফলে আসন্ন লোকসভায় দলীয় ইস্তেহারে প্রকৃতই মানুষের মনের কথা ফুটে উঠবে বলে মনে করে কংগ্রেস নেতৃত্ব৷ ইস্তেহার মানেই প্রতিশ্রুতির বন্যা৷ ইস্তেহার দিতে গেলেই ভোটারদের বেজার মুখ৷ এবার এই ধারণার বদল চায় হাত শিবির৷ ইস্তেহারে যে আসলে জনতা জনার্দনদের চাহিদার প্রতিফল ঘটে তা বোঝাতে মরিয়া শতাব্দী প্রাচীন দলটি৷ বছর ঘুরলেই লোকসভা ভোট৷ ঘোষণা না হলেও বিরোধী শিবিরের অন্যতম মুখ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ দল যে গেরুয়া শিবিরের থেকে আলাদা তা দেশবাসীর সামনে তুলে ধরতে সচেষ্ট তিনি৷ তাই মন কী বাতের পাল্টা বলেই মনে করা হচ্ছে এই পদক্ষেপকে৷ দেশের নানা প্রান্তের বহু জাতি,ধর্ম, ভাষা, বর্ণের মানুষের কথা ইস্তেহারে থাকার সম্ভাবনা প্রবল৷ প্রচারে কংগ্রেস তুলে ধরতে পারবে ধর্মনিরপেক্ষ অখণ্ড ভারতের প্রতিফলন হয়েছে তাদের ইস্তেহারে৷ রাহুলের পরিকল্পনা, গোটা দেশে ছড়িয়ে পড়বেন কংগ্রেসের ইস্তাহার উপদেষ্টারা৷ কথা বলবেন ভোটারদের সঙ্গে৷ স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এফডিআই, জিএসটি সহ নানা ইস্যতে মানুষের মতামত জানতে চাইবেন তারা৷ আগামী সরকারের থেকে কী আশা করেন তারা তাও জিজ্ঞাসা করা হবে৷ এখান থেকে পাওয়া উত্তরের ভিত্তিতে তৈরি হবে কংগ্রেসের ইস্তেহার৷ অতীতে গরিবি হঠাও, রেল, কর্ম সংস্থান, এফআইডিকে পুঁজি করে ভোটের ময়দানে নেমেছিল হাত শিবির৷ কিন্তু মোদী ঝরে ম্লান হয়ে যায় সব কিছু৷ এবার তাই মানুষের মনের নাগাল পেতে আগেভাগেই পদক্ষেপ কংগ্রেস নেতৃত্বের৷ জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখ এরাজ্যে আসছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম৷ বৈঠক করবেন দলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে৷ আলোচনায় উঠে আসবে ইস্তেহার প্রসঙ্গ৷ খসড়া তৈরি হতে পারে ইস্তেহার উপদেষ্টাদের বিষয়টি নিয়েও৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৫:১০/০১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PBsbr0
November 01, 2018 at 11:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন