মুম্বাই, ২৩ নভেম্বর- মি টু ঝড় চলছে বলিউড পাড়ায়। একে একে যেমন অনেক নারী তারকা তাদের যৌন হেনস্তার অভিজ্ঞতার কথা বলছেন তেমনি অন্য নারী তারকাও তাদের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নিজেদের অবস্থানের কথা বলেছেন। সম্প্রতি কারিনা কাপুর এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বললেন। সম্প্রতি ভারতের একটি রেডিও চ্যানেল ইশকের উদ্বোধন অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল নারীরা কী চান? বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি নারী তারকাদের যৌন হেনস্তা নিয়ে কারিনা বলেন। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ। চলচ্চিত্র অঙ্গনের নারীরাও চান তাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেন নারীদের জন্য নিরাপদ হয়। কারিনা বলেন, যৌন হেনস্তা নিয়ে যারা মুখ খুলেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এতদিন ধরে যে বিষয়টি অনেকেই বলতে পারেননি তারাও সাহস করছেন বলার। অভিযুক্ত সবাইকে শাস্তি দিতে হবে। ছোট বা বড় সব তারকাকে আইনের আওতায় আনতে হবে। তারকা মেপে শাস্তি দেওয়া যাবে না। ইন্ডাস্ট্রিতে একজন পুরুষের মতো নারীর অবদানও কম নয়। এমইউ/১০:৩০/২৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PLOqLy
November 23, 2018 at 04:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন