দলীয় সভানেত্রীর কাছে সাবেক ছাত্রলীগ নেতা সুইটের খোলাচিঠি

received_360362498069082বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্যে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে খোলাচিঠি দিয়েছেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট। ২৬ নভেম্বর সোমবার সন্ধ্যার পরে তিনি তার ফেসবুক আইডিতে অত্যন্ত আবেগঘন এই চিঠি পোস্ট করেন। তার সেই খোলাচিঠিতে তিনি লিখেন, 

‘মাননীয় নেত্রী, আমরা সিলেট-২ আসনের আওয়ামী পরিবারের উপর কেনো এমন অবিচার! আওয়ামী রাজনীতির উর্বর মাটি আজ মরুভূমিতে রুপান্তরিত হচ্ছে। সব বিষয়ে আপনার সিদ্ধান্তই শিরোধার্য। কিন্ত অস্তিত্বহীন একজন প্রার্থী কেন বারবার আমাদেরকে হতভাগার মত কাধে নিতে হয়। তার সব সেন্টারে এজেন্ট দেওয়ার মত কোনো মানুষ নেই।

রাজনীতিতে কি তাহলে ত্যাগীরা শুধুই ত্যাগ করবে, আর সুবিধাভোগীরা সুবিধা নিবে? মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী থাকবেন আর আমরা বিরোধীদলের মত থাকবে-এটা কেমনে সহ্য করব। গত নির্বাচনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের ঘামে-ঝড়ে সেদিন এই অস্তিত্বহীনকে জয়ী করলেও বর্তমান সময় ভিন্ন। এ যেন নির্বাচনের আগেই বিরোধী পার্টির জয়ী হওয়ার পথ সহজ হয়ে গেল। সহজ-সরল আওয়ামীপ্রাণ প্রিয়নেতা, জননেতা শফিকুর রহমান চৌধুরীর মত আপনার একনিষ্ঠ কর্মীকে বারবার মনোনয়ন বঞ্চিত হওয়ায় প্রমাণ হয়ে যায়, অনুগত থাকলে এমন ফল ভোগ করতে হয়। এভাবে আর কত ত-বিত হব।

প্রিয়নেত্রী এখনও সময় আছে। আপনি একটু তাকান আমাদের দিকে। জুতার মালা হাসিমুখে পড়ব। কিন্তু লাঙ্গল দিয়ে আর আমাদের অমঙ্গল হতে দিবনা। প্লিজ, প্রিয়নেত্রী প্লিজ। নৌকা চাই নৌকা।’



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2zB5tpR

November 26, 2018 at 10:02PM
26 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top