কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে আটক ২

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে প্রক্সি দেয়ার অভিযোগে দুই ভর্তিচ্ছুককে আটক করেছে দায়িত্বরত শিক্ষক।

শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ ১৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ‘বি’ ইউনিটের নির্ধারিত সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হলেও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ৫০১নং কক্ষে প্রক্সি পরীক্ষা দেয়ার সন্দেহে দায়িত্বরত শিক্ষক মিনহাজ নামে একজনকে আটক করেন। পরে সংশ্লিষ্ট অভিযোগে ল্যাবরেটরি স্কুল কেন্দ্র থেকে মিজানুর রহমান নামে আরেকজনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চত করেন।

এ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটে (কলা, সামাজিকবিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগের অধীনে ৪৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘বি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫৪ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা ও বিকাল ৩টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



from Comillar Khabor – কুমিল্লার খবর https://ift.tt/2DcznmI

November 10, 2018 at 10:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top